ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। সেই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনী পোস্টার এখন টাঙ্গাইলে! কেউ হাতে করে নিয়ে আসেনি। কেউ দেয়ালেও সেঁটে দেননি। বেলুনে উড়ে এসেছে তৃণমূল কংগ্রেসের পোস্টার। শুক্রবার রাত ৯টার দিকে টাঙ্গাইলের ঘটাইল উপজেলার আশারিয়াচালা নামক স্থানে স্থানীয় আতিকুর রহমান লিটুর পোল্ট্রির খামারে একটি নির্বাচনী পোস্টার পশ্চিমবঙ্গ থেকে উড়ে আসে টাঙ্গাইলের আকাশে। এ নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।
এ ব্যাপারে আতিকুর রহমান লিটু বলেন, শুক্রবার রাত পোনে ৯টার দিকে আমার পোল্ট্রি খামারের সীমানার আকাশের উচুঁতে কিছু একটা জিনিস স্থির হয়ে থাকতে দেখি। অন্ধকার থাকায় সেটা কী জিনিস তা বুঝতে পারিনি। এজন্য প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কিছু সময় পরে তা আস্তে আস্তে নীচে নেমে আসলে দেখতে পাই বেলুনের সঙ্গে পোস্টার ঝুলছে। আর তা তৃণমূলের নির্বাচনী পোস্টার। সেইসঙ্গে সাদা বেলুনগুলোতেও তৃণমূলের চিহ্ন দেখতে পাই। খামার থেকে বেলুন ও পোস্টার বাজারে নিয়ে আসলে শতশত কৌতূহলী মানুষ তা দেখার জন্য ভিড় করে। মানুষের ভিড়ের কারণে কিছু বেলুন ও পোস্টার নষ্ট হয়ে গেছে।
ধলাপাড়া গ্রামের টিটু বলেন, বেলুনে উড়িয়ে নির্বাচনের এমন পোস্টার আমাদের এলাকার মানুষ আগে কোনোদিন দেখেনি। ভারত থেকে নির্বাচনের পোস্টার উড়ে এসেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য সাধারণ মানুষ ছুটে আসছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ