গাজীপুরের শ্রীপুরে সরকারী রাস্তা সংষ্কার করেছে গ্রামবাসী। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক যুবক, বৃদ্ধ এবং শিক্ষার্থীরা সংষ্কার কাজে অংশগ্রহণ করেন।
বরমী ইউনিয়নের পোষাইদ আদিবাসী পাড়া থেকে টেংরা গণস্বাস্থ্য পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা তারা স্ব-উদ্যোগে সংস্কার করেন। তবে সামান্য সরকারী সহযোগিতা পেলে কাদামাটি থেকে রক্ষা পেতে পারেন বলে দাবী করেছেন পোষাইদ গ্রামবাসী।
সরেজমিন গিয়ে দেখা গেছে, কোদাল, ঝুড়ি এবং চটের বস্তা দিয়ে জমি থেকে মাটি বহন করে রাস্তা ভরাট করছে গ্রামবাসী।
তারা জানান, রাস্তাটি এলাকার শিক্ষার্থী, কৃষক, গৃহিণীসহ সকলের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পথ। ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যান গত পাঁচ বছরে এ রাস্তা সংষ্কার করেননি।
এলাকার যুবকরা জানান, নির্বাচন এলেই প্রার্থীরা অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। নির্বাচন শেষ হলে কেউ কথা রাখেন না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের চোখে আঙুল দিয়ে দুরবস্থা দেখানোর জন্যই আমাদের এ উদ্যোগ।
পোষাইদ গ্রামের মফিজ উদ্দিন বলেন, ভৌগোলিকভাবে তেলিহাটী ইউনিয়নের ভিতরে ঢুকে গেছে পোষাইদ গ্রাম। কিন্তু খাতাপত্রে এটি বরমী ইউনিয়নের একটি গ্রাম। ফলে এ গ্রামে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয় না।
যুবক বিশ্বজিৎ চন্দ্র বর্মণ বলেন, মাটিভর্তি ট্রাকের কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আলম বলেন, পোষাইদ সমাজকল্যাণ যুব সংঘের সদস্যরা উদ্যোগ নিয়ে গ্রামবাসীকে রাস্তা সংষ্কারে একত্রিত করেছে।
এ ব্যাপারে বরমী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য হারুন অর রশীদ বলেন, বরাদ্দ না পাওয়ায় এলাকার পোষাইদের রাস্তাটি মেরামত করা যায়নি। একই কথা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বেপারী।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-১২