যুবদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. নয়ন বাঙ্গালী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য তোফায়েল হোসেন জুয়েলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ করেছে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজ ছাত্রদল। আজ শনিবার এক প্রতিবাদ সভায় কলেজ ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মাসুমের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা সারোয়ার হোসেন স্বজলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু, সদস্য মামুনুর রহমান পলাশ, জে আর রাকিব, ইমরান বিন তাহিন, শরীফুর রহমান আকাশ, রায়হান উদ্দিন অনয়, চিওড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সুজন, রাব্বি, মাসুদ, পলাশ, সাকিব, অভি, শহীদ, ফারুক প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় দুই নেতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও হয়রানি না করার দাবি জানান।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ