আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে মালিকপক্ষের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ৩ শ্রমিক আহত হয়েছে। আজ সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার গ্রীণ লাইফ নিট কম্পোজিট কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পোশাক শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে টঙ্গাবাড়ি এলাকায় গ্রীণ লাইফ নিট কম্পোজিট কারখানায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে এক শ্রমিক। এসময় মোবাইল ফোন নিয়ে কারখানায় প্রবেশে অনুমতি নেই বলে ওই শ্রমিককে জানায় কারখানার এক টাইম কিপার।
পরে ওই টাইম কিপারের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কারখানার মালিক সায়মন এর সামনে ওই টাইম কিপার তিন শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে । পরে এ ঘটনায় কারখানার শ্রমিকরা উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে ওই টাইম কিপারের বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন।
বিচার না হওয়া পর্যন্ত কাজে যোগ দিবেন না বলে জানিয়েছে শ্রমিকরা। এদিকে কাজে যোগ না দিলে শ্রমিকদের এক মাসের বেতন না দিয়ে কারখানা থেকে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন মালিক সায়মন ও তার লোকজন।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, মালিকপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-১১