যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ার একটি গির্জায় ডাকাতি করে ফিরে যাওয়ার পথে গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, গতকাল মধ্যরাতের দিকে শিমুলিয়া গ্রামের গির্জায় ডাকাতি করে ফিরে যাচ্ছিল ডাকাত দল। এসময় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করে চারজনকে ধরে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় এক ডাকাত। খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ডাকাত সদস্যের নাম লালু। তার বাড়ি মেহেরপুরে। আহতরা হলেন ফরিদপুরের চরকৃষ্ণপুর গ্রামের আমিরুল ও মনিরুল এবং মাদারিপুরের দক্ষিণ কামারকান্দি গ্রামের সুজন।
ওসি বলেন, ডাকাতি হওয়া নগদ টাকার মধ্যে ৪২ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধার ও জড়িত অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন