পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের সালথা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়ছেন দুই ভাই।
সোনাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ খায়রুজ্জামান বাবু নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আর বাবুর চাচাত ভাই বিএনপির প্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির লড়ছেন ধানের শীষ প্রতিক নিয়ে। প্রতিদ্বন্দী প্রার্থী বাবুর বাবা আব্দুল কুদ্দুস মোল্যা ও মনিরের বাবা মোঃ বদিউজ্জামান মোল্যা এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, আশির দশকের মাঝামাঝি সময় থেকেই বড়ভাই বিএনপি সমর্থক মোঃ বদিউজ্জামান মোল্যার সাথে চেয়ারম্যান পদে একাধিকবার প্রতিদ্বন্দ্বীতা করেছেন তার ছোট ভাই আওয়ামী লীগ সমর্থক আব্দুল কুদ্দুস মোল্যা। তারা দু’জনই এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একইভাবে এ দুই ভাইয়ের ছেলে মনির ও বাবু নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মনির উপজেলা বিএনপির সহসভাপতি এবং বাবু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বহুল আলোচিত সোনাপুর ইউনিয়নের নির্বাচন নিয়ে উপজেলাবাসীর মধ্যে কৌতূহল বিরাজ করছে।
আগামী ২৮ মে এ ইউনিয়নে ভোট গ্রহণ হবে। চাচাতো দু ভাইয়ের লড়াইয়ে কে জিতবেন তা দেখার অপেক্ষায় রয়েছে সোনাপুর ইউনিয়নবাসী।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন