ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী আতিয়ার রহমান খান হত্যা মামলায় ২৪ বিএনপি নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে ফরিদপুরের চার নম্বর আমলি আদালত।
আজ দুপুর ১২টার দিকে ২৪ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক মো. গোলাম সরোয়ার হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাতে নির্বাচন পূর্ব সহিংসতায় বাগাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমান খানের বড় ভাই আতিয়ার রহমান খান নিহত হন। পুলিশ ওই রাতেই বাগাট ইউনিয়নে বিএনপি প্রার্থী আব্দুর রহিম ফকিরসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।
পরদিন নিহতের চাচা শাহাদাত হোসেন বাদি হয়ে আব্দুর রহিম ফকিরসহ ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শতাধিক বিএনপির নেতাকর্মীকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-১৪