নওগাঁ খাদ্যগুদামে সরকারি ভাবে ধান ও গম সংগ্রহের অভিযান শুরু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ধান ও গম সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম, খাদ্যগুদাম অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুন কুমার প্রামানিক, জেলা ও উপজেলা পর্যায়ের চালকল মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, যারা প্রকৃত কৃষক তাদের কাছে কৃষি কার্ড এবং ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আর এ কার্ডের মাধ্যমে প্রত্যেক প্রান্তিক কৃষকের কাছ থেকে নির্দিষ্ট পরিমান ধান ও গম কেনা হবে। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে। এতে কৃষকের দালালদের দ্বারা প্রতারিত হওয়ার কোন সুযোগ থাকবে না।
তিনি আরো জানান, এবার জেলায় প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ২৬ হাজার ৫৪৫ মেট্রিকটন এবং প্রতি কেজি গম ২৮ টাকা দরে ৯ হাজার ৪৫২ মেট্রিকটন প্রান্তিক কৃষকের কাছ থেকে কেনা হবে। গম সংগ্রহ চলবে আগামী ৩১ মে পর্যন্ত এবং ধান সংগ্রহ চলবে ৫ জুন পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-১৫