মাদারগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল আঠাত্তুর চর এলাকা সফর করেছেন চীনের রাষ্ট্রদূত মামিং চিয়া। চরাঞ্চলের দরিদ্র মানুষের সহযোগীতার জন্য আজ তিনি এ সফর করেন।
এসময় বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় তিনি বলেন, এ এলাকার জন্য একটি স্যোলার প্লান্ট ও যমুনা নদী শাসনের জন্য সর্বপ্রকার সহযোগীতা করা হবে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রশংসা করে এসময় তিনি আরো বলেন, মির্জা আজমের দিক নির্দেশনায় তিনি এলাকার দরিদ্র মানুষের জন্য কাজ করবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে গভীর থেকে গভীরতর হচ্ছে চীনের সম্পর্ক। এত অল্প সময়ে অধিক লোকের উপস্থিতি, এতেই প্রমাণ হয় মির্জা আজমের জনপ্রিয়তা।
এসময় উপস্থিত ছিলেন, চীনের কর্মাসিয়াল কাউন্সিলর মিষ্টার লি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ কামরুজ্জামান প্রমূখ।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-১৬