নীলফামারীর সৈয়দপুররের এক নম্বর কামারপুকুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিকো আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টায় একটি মামলায় আদালতে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার সকালে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন জিকো। এরপর তিনি মারপিট ও চাঁদাবাজির মামলায় নীলফামারীর সৈয়দপুর আমলি আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। মামলার শুনানি শেষে বিচারক আকরাম হোসেন তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন