পিরোজপুর পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হল জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকার বাবুল, শহরের দক্ষিণ মাছিমপুর এলাকার সাব্বির শেখ ও শেখ বাড়ি এলাকার সামছুল হক শেখ।
এদের প্রত্যককে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাসউদ পারভেজ মজুমদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে পাড়েরহাট সড়কস্থ পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন