দিনাজপুর টেক্সটাইল ইনিস্টিটিউটের ছাত্রী লাঞ্ছনাকারী দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুর শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্র।
আজ সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) দিনাজপুরের সংগঠক কমরেড রেজাউল ইসলাম সবুজ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র দিনাজপুরের সংগঠক নুপুর শর্মা ও ছাত্র ফ্রন্টের গোবিন্দ রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশেই ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা একের পর এক খুন, গুম ও ত্রাসের রাজত্ব কায়েম করলেও সরকার নির্বিকার থাকছে। এসময় বক্তারা এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২ মে দিনাজপুর টেক্সটাইল ইনিস্টিটিউটে ছাত্রলীগ নেতাদের হাতে এক ছাত্রী লাঞ্ছনার শিকার হয়।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-১৯