যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রায় কার্যকরকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় পাবনায় জামায়াত শিবিরের ৬৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলার ১১টি থানায় পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, নাশকতার আশংকায় সোমবার রাতে জেলার ১১টি থানায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও জামায়াত শিবিরের বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬৩ জনকে আটক করা হয়।
এদের মধ্যে জেলার সদর থানায় ১১ জন, আটঘরিয়ায় ২, ঈশ্বরদীতে ১, চাটমোহরে ৩, ভাঙ্গুড়ায় ২, ফরিদপুরে ৬, আমিনপুরে ২, সুজানগরে ৪, সাঁথিয়ায় ৫, বেড়ায় ৬ ও আতাইকুলা থানায় ৬ জামাত-শিবির কর্মীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।
এদিকে রায় কার্যকরকে কেন্দ্র করে পাবনা ও সাঁথিয়ায় বিশেষ নিরপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। যে কোন ধরণের নাশকতার চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-২০