নাটোরে একাধিক ডাকাতি মামলার আসামী ইমরান হোসেনকে (৩৫) একটি বিদেশী পিস্তলসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে লালপুর উপজেলার পালিদহ এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। ইমরান হোসেন একই এলাকার আইয়ুব আলীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালিদহ এলাকায় ইমরানের বাড়ীতে অভিযান চালায় তাকে আটক করে পুলিশ। এসময় ইমরানের শরীর তল্লাশী করে একটি জাপানী পিস্তল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। নতুন করে এলাকায় ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো সে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-২১