সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ওভারব্রীজ এলাকা ও সলঙ্গার নাইমুড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ও সোমবার দিবাগত গভীর রাত এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন-সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের শহিদুল মাস্টারের ছেলে আব্দুল্লাহ হেল কাফী (৩৫) ও পাবনা সদরের বাংলাবাজার এলাকার মৃত হাসান আলীর ছেলে ট্রাক চালক আলম হোসেন (৪৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী ময়দা বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়ীটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালক আলম হোসেন ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান হাবিব জানান, দুপুরে মোটরসাইকেলযোগে আব্দুল্লাহ হেল কাফী তাড়াশ থেকে জেলা সদরে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের নাইমুড়ী এলাকায় রাস্তা পার হবার সময় পাবনাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় কাফিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। প্রাইভেটকার ও মোটর সাইকেল থানা হেফাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব