নরসিংদীতে শিশুপুত্র সানাউল্লাহ (০৬) হত্যার দায়ে মা জাহানারা আক্তার ওরফে গুলু ও তার প্রেমিক হানিফ শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মা জাহানারা গাজীপুরের কালিগঞ্জ উপজেলার টান চলনা সর্দার বাড়ির মৃত কবির হোসেনের মেয়ে এবং তার প্রেমিক হানিফ শেখ উপজেলার খলাপাড়ার সাত্তার শেখের ছেলে।
জাহানারা তার স্বামী চারু মিয়া ও সন্তানদের নিয়ে নরসিংদীর ঘোড়াশাল উত্তর চরপাড়ার নুর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সানাউল্লাহ। এরপর ৮ অক্টোবর বাড়ির পাশের জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সানাউল্লাহর বাবা চারু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে মা জাহানারার সঙ্গে হানিফ শেখ নামে এক ব্যক্তির পরকীয়ার কারণে শিশুটিকে হত্যা করা হয় বলে নিশ্চিত হয় পুলিশ। সে অনুযায়ী পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব