নিখোঁজের দু'দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ আব্দুল কাদের হিরক নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। আটক হিরক উপজেলার কার্পাসডাঙ্গা মাঝের পাড়ার নুরুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে দামুড়হুদা থানায় ছেলের নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন হিরকের পিতা।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস জানান, হিরককে সোমবার রাতে দামুড়হুদার মোক্তারপুর গ্রামের একটি ইটভাটার কাছ থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলি ভর্তি একটি শাটারগান উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এদিকে দামুড়হুদা থানায় দায়ের করা জিডি থেকে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গায় নিজেদের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আব্দুল কাদের হিরক নিখোঁজ ছিল। তাকে খুঁজে না পেয়ে তার পিতা নুরুল ইসলাম সোমবার দামুড়হুদা থানায় একটি জিডি করেন। দুপুরে থানায় জিডি করার পর রাতে সে আটক হয় গোয়েন্দা পুলিশের হাতে।
দামুড়হুদা থানার ডিউটি অফিসার এসআই শামিমা খাতুন জানান, আব্দুল কাদের হিরকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ