মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার দত্তগ্রাম এলাকার ময়নার দোকানের সামনে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার ময়নার দোকানের কাছে নির্বাচিত এনাম মেম্বার ও তার সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় মিছিল থেকে বিএনপি নেতা সুন্দর বক্সকে নিয়ে আপত্তিকর স্লোগান দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের ১৫ জন গুরুত্বর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজনগর থানার এএসআই রাজিব হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ