কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা মিলনায়তনে ৭টি সাধারণ ওয়ার্ডের ৩০ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৮ জন মোট ৩৮ জন প্রার্থীর মাঝে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই পৌরসভায় মেয়র ও দুই কাউন্সিলর পদে আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় মেয়র প্রার্থী ও উক্ত দুটি ওয়ার্ডের প্রতীক বরাদ্দের প্রয়োজন হয়নি।
প্রতীক পেলেন যারা
সংরক্ষিত ১নং আসনে সাজেদা আকতার মুন্নি কাচি, কুহিনুর আকতার মৌমাছি, ফিরুজা বেগম আঙ্গুর। সংরক্ষিত ২নং আসনে দিলরুবা খানম মৌমাছি, শামীমা আকতার কাচি, রাজিয়া বেগম আংগুর। ৩নং আসনে নাজমা আলম কাচি ও হোসনে আরা বেগম আঙ্গুর।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের নজির আহমদ কালু পেয়েছেন টেবিল ল্যাম্প, বর্তমান কাউন্সিলর হাজী মুহাম্মদ ইউনুছ পানির বোতল, বাচা মিয়া পাঞ্জাবী, শাহ আলম ডালিম, মেহেদী হাসান উটপাখি।
২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আবু হারেছ উটপাখি, এনামুল হাসান পাঞ্জাবী, মো. সামশুল আলম ডালিম, নুরুচ্ছমাদ লালু পানির বোতল, মো. ফরিদ ব্ল্যাক বোর্ড, ফরিদ আহমদ টেবিল ল্যাম্প।
৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর একরামুল হক উটপাখি, মাও. মো. আশরফ আলী পাঞ্জাবী।
৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাছান আহমদ টেবিল ল্যাম্প, হোছন আহমদ ডালিম, কবির আহমদ পাঞ্জাবী, আহমদ উল্লাহ উটপাথি, মো. ইসমাইল পানির বোতল, শওকত আলম ব্ল্যাক বোর্ড।
৫নং ওয়ার্ডের মো. ইউসুফ মনু টেবিল ল্যাম্প, মো. আলম বাহাদুর উপপাখি, মো. ইউসুফ ভুট্টো পাঞ্জাবী, রেজাউল করিম পানির বোতল।
৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও সাংবাদিক আবদুল্লাহ মনির বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত।
৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাও. মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত। ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. রফিক উটপাখি, মো. ইউনুছ টেবিল ল্যাম্প, মো. মনিরুজ্জামান (আমীর) পাঞ্জাবী, মো. উসমান গণি পানির বোতল।
৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আমিন ভূলু পাঞ্জাবী, নুরুল বশর উপপাখি, নুরুল আবছার টেবিল ল্যাম্প।
প্রতীক পাওয়ার পরই প্রার্থীর কর্মী সমর্থকরা মিছিল শ্লোগানে পৌরসভার অলিগলি মুখরিত করে তোলে।
উল্লেখ্য, আগামী ২৫ মে সারাদেশে ৯টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে টেকনাফ পৌরসভা একটি।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব