সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর এলাকায় যমুনা নদীর তীর থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বেলকুচি থানার পুলিশ লাশটি উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। তার পরণে নীল রংয়ের হাফ প্যান্ট রয়েছে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিকালে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির গলায় রশি পেঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় শিশুটিকে হত্যার পর বস্তার ভিতর বালুসহ বস্তার মুখ বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু লাশটি ফুলে যাওয়ায় ভেসে উঠেছে। লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। কাল বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব