বগুড়ার ধুনট উপজেলায় পণ্য বোঝাই ব্যাটারিচালিত ভ্যান উল্টে সোনাউল্লাহ (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মাটিকোড়া গ্রামের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনাউল্লাহ ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম সুমন জানান, মঙ্গলবার বিকেলে ধুনট হাট থেকে পণ্য বোঝাই করে মাটিকোড়া গ্রামে যাবার পথে উচু বাইপাস সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। স্থানীয়রা গুরুতর আহত চালককে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ