বগুড়া শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাঘ বাঁচাতে বাঘের নাটিকা প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাঘ সংরক্ষণকল্পে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকার কুশলীরা বাঘের পোশাক পরে বাঘ সেজে বাঘ বাঁচানোর বিষয় ভিত্তিক নাটক মঞ্চায়ণ করেন।
বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়, ইউএসএইড ও ওয়াইল্ড টিম বাঘ সংরক্ষণকল্পে জনসচেতনতামূলক এই কার্যক্রম হাতে নিয়েছে।
জানা যায়, গত ৭ মে রাতে বগুড়ায় আসে একটি বাঘ আকৃতির বাস (টাইগার ক্যারাভ্যান) ও জনসচেতনতা তৈরির সদস্যদের বহনকারী একটি যাত্রীবাহী বাস। এই বাসটি সারাদেশে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।
টাইগার ক্যারাভ্যান একটি বাঘ আকৃতির বাস, যার ভিতরে সুন্দরবনের গাছ, বাঘ, হরিণ, বানর, কুমির, পাখি ইত্যাদির মাধ্যমে সুন্দরবনের একটি প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এই ক্যারাভ্যানটি সারাদেশ ঘুরে মানুষের মধ্যে বাঘ বাঁচানোর বার্তা পৌঁছে দিচ্ছে। ক্যারাভ্যান প্রদশর্নীর সাথে একটি পথ নাটিকাও প্রদর্শনী হচ্ছে, যার মাধ্যমেও বাঘ বাঁচানোর জন্য জনসচেতনতা বাড়ানোর বার্তা প্রচার করা হচ্ছে।
বগুড়ায় গত দুইদিন ধরে বিভিন্ন স্কুলে এই প্রদশর্নী চলছে। মঙ্গলবার বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া ইয়াকুবিয়া বাালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। স্কুলের ছাত্রীরা এই কর্মসূচীতে স্বতস্ফুর্তভাবে অংশ নেয়।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব