মতিউর রহমান নিজামীর ফাঁসিকে কেন্দ্র করে মৌলভীবাজারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকার উদ্দিনের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রামের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
এর মধ্যে কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে প্রধান বিচারপতির গ্রামের বাড়ি সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ১২ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, একই উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিঙ্গাউলি গ্রামে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকার উদ্দিনের বাড়িতেও পুলিশের টহল রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব