যুদ্ধাপরাধী বদর প্রধান ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে দাফনের প্রস্তুতি চলছে তার নিজ গ্রাম পাবনার সাথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের মনমোদপুরে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পারিবারিক কবরস্থান পরিস্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়।
মতিউর রহমান নিজামীর চাচাত ভাই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে পুলিশের পাহারায় মনমোদপুর কবরস্থানে নিজামীর দাফনের স্থান নির্ধারণ করা হয়েছে।
তার পরিবারের লোকজন জানিয়েছেন, মনমোদপুর গ্রামের মনমোদপুর মাদরাসা মাঠে জানাজা শেষে নিজামীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। রাত ৯টার পর থেকেই সাথিয়া বাজার, মনমোদপুরসহ বিভিন্ন এলাকায় নেমে এসেছে নিরবতা। বন্ধ হয়ে গেছে সব ধরনের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে এলাকায় পুলিশী টহল নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে একাত্তরের আলবদর নেতা নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এই বছরের ৬ জানুয়ারি আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। তা পুনর্বিবেচনায় নিজামীর আবেদন গত ৫ মে খারিজ হয়ে যায়।
ওই রায় সোমবার প্রকাশের পর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাওয়ায় মঙ্গলবার তার ফাঁসি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ