নিজামীর ফাঁসির খবরে পাবনার সাঁথিয়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। মঙ্গলবার দিবাগত রাতে মিছিলটি সাঁথিয়ার প্রধান সড়ক প্রদক্ষিন করে থানার সামনে এসে শেষ হয় ।
মিছিল শেষে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতারা বলেন, বাংলার মাটিতে কোন রাজাকারের জায়গা নেই এমনকি আগামীতেও কোন জায়গা থাকবে না । একাত্তরের এই আল বদর রাজাকার জামায়েতে আমীর নিজামীর ফাঁসিতে সাথিয়াবাসী আনন্দিত ।
বিডি প্রতিদিন/ ১১ মে, ২০১৬/ হিমেল-০৪