মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আহত ২৬ জনের মধ্যে ২৩ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
জানা যায়, রাত ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মানরা এলাকায় বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি কোচ বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনকে সাইড দেয়ার সময় গাছের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনের (২৮) বাড়ি বরিশালের গৌরননদী। তার পিতার নাম সিদ্দিকুর রহমান। এছাড়া অপর ২ নিহতের পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ১১ মে, ২০১৬/ হিমেল-০৫