মাগুরায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ড. খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর (৬০) নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও ২ যাত্রী।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামিক স্ট্যাডিস বিভাগের অধ্যাপক ছিলেন। নিহত অপরজন প্রাইভেটকার চালক সেন্টু।
জানা গেছে, ঝিনাইদহ থেকে ঢাকা যাওয়ার পথে মাগুরায় শিক্ষক জাহাঙ্গীরের প্রাইভেটকারের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ওই অধ্যাপক ও তার ড্রাইভার নিহত হয়। এছাড়া প্রাইভেটকারে থাকা আসাদুজ্জামান ও বাহাউদ্দিন নামের আরও দুই যাত্রী আহত হন।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৬/মাহবুব