চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯০ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এবারো হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১শ' ৪৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষে রয়েছে। আর ১০৪ জন জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে রয়েছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া ফুলকুড়ি ইসলামিক একাডেমী থেকে ৩১ জন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় থেকে ২৫জন, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, কৃষ্ণগোবিন্দপুর বালিকা বিদ্যালয় থেকে ১০ জন, হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৬৯ জন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, কানসাট উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, হরিনগর উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, রানিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন এবং নাচোল খম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৬/শরীফ