নেত্রকোনার কেন্দুয়ায় গত মঙ্গলবার রাতে টমটম চাপায় সাড়ে ৪ বছরের ফারজানা আক্তার মীম নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে। সান্দিকোন-রেন্ট্রিতলা সড়কের ডাউকি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দ্বিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার বিকালে মায়ের সাথে বাড়িতে ফেরার পথে সান্দিকোনা-রেন্ট্রিতলা সড়কের ডাউকি গ্রামের ঈদগাহ নামক স্থানে গাড়ির জন্য অপেক্ষা করছিল তার। এসময় সান্দিকোনাগামী একটি মাছভর্তি টমটম মীমকে চাপা দিয়ে চলে যায়। গুরতর আহত অবস্থায় মীমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মূমুর্ষ অবস্থায় তাকে ময়মসসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাতে চিকিৎসাধীন শিশুটি মারা যায়।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, খবরটি শুনেছি। শিশুটিকে ময়নাতদন্ত করবে না বলে ময়মনসিংহ থেকে নিয়ে এসেছে। এ বিষয়ে মামলা করেনি।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ