এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। এ কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বুধবার দুপুরে এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এ প্লাস পেয়ে উত্তীর্ণ ক্যাডেটরা হচ্ছে জামান, সাজিদ, জুবায়ের, তামিম, হায়দার, জাভেদ, রিয়াদ, আহমেদ, ইশতিয়াক, দাইয়ান, জিসান, এখলাস, সিজান, মুহতাদি, জাহিদ, সাজিম, আনজুম, রাইন, ইশরাক, তাহমিদ, আবির, তারিক, সাকিব, কায়েস, রাব্বি, ইশমাম, জামী, ফারদিন, তানজীম, শামীম, মানসিফ, অরিত্র, শাহরিয়ার, যুহায়ের, মুরসালিন, নাদিম, আসমার, ওয়ালি, ফয়সাল, মাহমুদ, আশিব, তৌফিক, সোহান, আহনাফ, সাদিক, মেহরাব, নোমান, মাহফুজ, রাফিন, মুহতাসিম, তামজীদ ও মহিবুল্লাহ।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো: সাদিকুল বারী জানান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ফলাফলের দিক থেকে যশোর বোর্ডর মধ্যে এবারো শীর্ষে অবস্থান করছে। তিনি বলেন, ক্যাডেটদের এ সাফল্যের পিছনে শিক্ষকদের নিবীড় তত্বাবধান, সময় মত সিলেবাস সম্পন্ন করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনাসহ ক্যাডেট, ফ্যাকাল্টি মেম্বার ও অবিভাবকদের প্রচেষ্টায় আমারা এ সাফল্য পেয়েছি।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন