বগুড়ার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর (পশ্চিমাঞ্চল) মাও. মোফাজ্জল হক (৫৮) ও দুপচাঁচিয়া পৌর জামায়াতের নেতা আবদুর রহিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার মধ্যরাতে মোফাজ্জল হককে এবং বুধবার সকালে আবদুর রহিমকে গ্রেফতার করে।
মোফাজ্জল হক ভারপ্রাপ্ত জেলা আমীর। তিনি আদমদীঘির ধনতলা গ্রামের মৃত কায়েমুদ্দিন সরদারের ছেলে। আবদুর রহিম দুপচাঁচিয়া পৌর জামায়াতের অফিস সেক্রেটারি। তিনি দুপচাঁচিয়ার কোলগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মোফাজ্জল হক ২০১৫ সালের জানুয়ারি মাসে দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় বাসে পেট্রলবোমা ছোঁড়ার মামলার আসামী। ঘটনার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আবদুর রহিম নাশকতার ১০টি মামলার চার্জশিট ও এজাহারভূক্ত আসামী। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন