ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় আহত নাজিম উদ্দিন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তিনি মারা যান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
৭ মে ইউপি নির্বাচনে ওই উপজেলার বড়পলাশ বাড়ি ইউনিয়নের চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় নাজিম উদ্দিন গুরুতর আহত হন। আহতাবস্থায় নাজিম উদ্দিনকে রমেকে ভর্তি করা হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এনিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন এ।
নির্বাচনের দিন বালিয়াডাঙ্গী উপজেলার কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষেন সময় পুলিশের গুলিতে মারা যান মাহাবুব হোসেন পল্টু (৩২) ও নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আমজানখোর ইউনিয়নে বেউরঝাড়ি করিম পাড়া গ্রামের আব্দুল গণির স্ত্রী আছমা খাতুন (৭৬) মারা যান।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন