বগুড়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুপচাঁচিয়ায় শ্রমিক ও ধুনটে ব্যবসায়ী রয়েছেন। জানা গেছে, দুপচাঁচিয়া রুস্তম আলী (১৭) নামের এক তরুণ শ্রমিক গত মঙ্গলবার রাত আটটার দিকে মারা গেছেন। নিহত রুস্তম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, রুস্তম উপজেলার চৌমুহনী বাজারে একটি বস্তার দোকানে সেলাইয়ের কাজ করতেন। ঘটনার রাতে তিনি বস্তা সেলাই করার জন্য একটি বৈদ্যুতিক বাতি লাগানোর সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর অসুস্থ হন। পরে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের ব্রহ্মগাছা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রহ্মগাছা বাজারের একটি দোকানের ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত জালাল উদ্দিনের বাড়ি ধুনট উপজেলার রাজারামপুরা গ্রামে।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৬/শরীফ