এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার নগরী ময়মনসিংহে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ সাফল্য অর্জন করে।
এছাড়াও পরীক্ষার ফলাফলে নগরীর সেরা স্কুলগুলোতে চলছে শিক্ষার্থীদের উল্লাস। প্রচন্ড রোদ্রের খড়তাপকে পেছনে ফেলে আনন্দের বাঁধভাঙা জোয়ারে যেন ভাসছিল এসব কৃতি শিক্ষার্থীরা।
নগরীর শীর্ষ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ জিলা স্কুলে ২’শ ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২’শ ২৫ জন। বিদ্যাময়ী স্কুলে ২’শ ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২’শ ৩৩ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১’শ ৮৬জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১’শ ৬২ জন।
এছাড়া গভ. ল্যাবরেটরী হাই স্কুল থেকে ১’শ ২১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৪ জন, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল থেকে ২’শ ৩৩ জন ১’শ ৭ জন, মুকুল নিতেকন উচ্চ বিদ্যালয় থেকে ৮’শ ২৯ জন পরিক্ষার্থীর মধ্যে ১’শ ৪৩ জন, মুসলিম গার্লস স্কুল থেকে ১’শ ২২ জন পরিক্ষার্থীর মধ্যে ২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন