ময়মনসিংহে ধর্ষণের দায়ে আবুল হোসেন (৪৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন।
ময়মনসিংহ জজ কোর্টের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহের ধোবাউড়ায় ২০১০ সালের জুলাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে ওই বছরের ৩ জুলাই মো: ইব্রাহিম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
প্রায় সাড়ে ৬ বছর পর বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হেলাল উদ্দিন ধর্ষক আবুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন