সিরাজগঞ্জের সলঙ্গায় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ শামীম রেজা (৩৫) নামে এক যুবকককে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে র্যাব-১২ সদস্যরা সলঙ্গার পাঁচলিয়া গ্রামের রবি মোবাইল ফোন টাওয়ারের কাছে রাস্তার উপর অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক। আটক আটক শামীম রেজা জেলার উল্লাপাড়া উপজেলার টিয়রহাটি (সরদারপাড়া) গ্রামের কোরবান আলী সরদারের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ্যাডিশনাল এসপি মোঃ আকরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গার পাঁচলিয়া গ্রামের রবি মোবাইর ফোন টাওয়ারের কাছে রাস্তার উপর অভিযান চালিয়ে অস্ত্রসহ শামীমকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, এক হাজার টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক শামীম রেজা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন