সিরাজগঞ্জের চৌহালীতে গাঁজাসহ আবু বকর (৪৮) নামে এক ইউপি সদস্য আটকে পুলিশে সোপর্দ করেছে খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ সরকারের ছেলে বোরহানসহ তার সহপাঠীরা।
আজ বুধবার সন্ধ্যার পর কোদিলাবাজারের পশ্চিম পার্শ্ব থেকে তাকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন। আটক আবু বকর উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও খাসদেলদারপুর গ্রামের লালচানের ছেলে।
চৌহালী থানার উপ-পরিদর্শক নওজেশ আলী জানান, সন্ধ্যার পর ইউপি সদস্য আবু বকরকে আটক করে চেয়ারম্যান প্রার্থীর ছেলে বোরহান মোবাইলে বিষয়টি অবগত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। স্থানীয়রা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা বললেও আটক আবু বকর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেছেন। মামলার বিষয়ে বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন