গোপন বৈঠককালে রংপুরের তারাগঞ্জ উপজেলার এক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘড়িরামপুর ঝাকুয়াপাড়া নদীর পার থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মল হোসেন জানান, ওই নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য মামলা রয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিব মিয়া জানান, বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন