কুষ্টিয়ার দৌলতপুরে আক্কাস আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসির উদ্দিন (২৭) নামের আরও এক যুবক আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের প্রাগপুর কার্লভাটের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের রহমত আলীর ছেলে। আহত নাসির উদ্দিন একই উপজেলার চক দৌলতপুরের সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আক্কাস ও নাসির দু'জনই মোটরসাইকেলে করে বুধবার রাতে প্রাগপুরের রিপন সরকারের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। পথে প্রাগপুর-ভেড়ামারা সড়কের প্রাগপুর কার্লভাটের কাছে পৌঁছলে মোটরসাইকেল আরোহী আক্কাস আলীকে থামার জন্য সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। এ সময় আক্কাস আলী তা উপেক্ষা করে সামনে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আক্কাস আলী মারা যান। আহত নাসির উদ্দিন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব