এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলায় রেনু বালা দাস (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল বিকেলে উপজেলার চরচান্দিয়া গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রেনু। সে ওই গ্রামের ইন্দ্র মাস্টারের মেয়ে ছিল।
স্থানীয় সূত্র জানায়, এ বছর সোনাগাজীর চর ভৈরব হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রেনু। ফলাফলে সে অকৃতকার্য হয়।
দুপুরে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এদিকে, খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান, সোনাগাজী থানার পরিদর্শক হুমায়ুন কবির।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ