কক্সবাজারের টেকনাফে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে সাবরাং নয়া পাড়া এলাকার অধিবাসী।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, আজ বৃহসপতিবার ভোর ৫টার দিকে পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কবির হোসেনের নেতৃতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লাল পাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানা যায়। পলাতক আসামীসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ