হরতাল ডেকে এবারও চাঁপাইনবাবগঞ্জে মাঠে নেই জামায়াত। সেইসঙ্গে হরতালে দোকানপাট-মার্কেট, স্কুল-কলেজ আফিস আদালত খোলা রয়েছে। দূরপাল্লার যানবাহন ছাড়াও সকল যানবাহন ও ট্রেন চলছে। সোনামসিজদ স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শহরে পুলিশ, বিজিবি ও র্যাবের টহল অব্যাহত রয়েছে। কোথাও জামায়াত-শিবিরের পিকেটার দেখা যায়নি।
উল্লেখ্য, এর আগেও জামায়াতের ডাকা হরতাল জামায়াত অধ্যুষিত চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়নি। এমনকি তখনও জামায়াতের কাউকে মাঠে দেখা যায়নি। কারণ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে জেলা জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ