বান্দরবানের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে ৩টি মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। এসময় বিজিবি সদস্যরাও পাল্টা মর্টার শেল নিক্ষেপ করে। বুধবার রাতে জেলার থানছি-আলীকদম উপজেলার সীমান্তবর্তী বুলুপাড়া এলাকায় এ ঘটনার পর সীমান্তজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত বুধবার রাতে জেলার থানছি-আলীকদম উপজেলার সীমান্তবর্তী বুলুপাড়ায় বিজিবি ৫৭ ব্যাটেলিয়নের অধীনে নির্মাণাধীন একটি বিজিবি ক্যাম্প লক্ষ্য করে ৩টি মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্র’পের সদস্যরা। মর্টার শেলগুলো ক্যাম্প থেকে প্রায় একশ’ গজ দূরত্বে বিজিবি হেলিপ্যাডে পড়ে। একারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় বিজিবি সদস্যরাও পাল্টা ২টি মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমার সীমান্তের ওপারে সীমান্তরক্ষীর ক্যাম্পে। হঠাত্ মিয়ানমার সীমান্তরক্ষীরা বিজিবি ক্যাম্পে মর্টার শেল নিক্ষেপের কারণ জানা যায়নি। তবে থানছিতে মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের আর্মির একটি দল কয়েকদিন ধরে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, এ ঘটনার পর থেকে মিয়ানমার সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান জানান, ‘মিয়ানমারের সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলেছি। বিজিবি ক্যাম্প লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়নি। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে নিক্ষেপ করা ৩টি মর্টার শেল বিজিবি ৫৭ ব্যাটেলিয়ানের নির্মাণাধীন ক্যাম্পের উপর দিয়ে হেলিপ্যাডে গিয়ে পড়েছে। তারপরও ঘটনার পর থেকে বিজিবি সীমান্তজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে থানছি উপজেলার বড় মদক এ বিজিবি ক্যাম্পে হামলা চালিয়েছিল মিয়ানমার। সেই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন বিজিবি সদস্যও আহত হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ