খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরীসহ পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে মাটিরাঙা থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুদকের সহকারী পরিচালক (রাঙামাটি অফিস) জাহিদ সালাম ৪ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
মামলাটি নথিভুক্ত হয়েছে স্বীকার করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু।
মামলায় অভিযুক্ত অন্যরা হলেন পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, কার্য সহকারী আনোয়ার হোসেন ও হিসাবরক্ষক প্রশান্ত কুমার সাহা।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব