ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী জালাল উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পাইকাশিমুল এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক স্বামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১২টার দিকে পাইকাশিমুল এলাকার বাসিন্দা জালাল উদ্দিন ধারালো দা দিয়ে তার স্ত্রী মইফুল ময়নাকে (৫০) কুপিয়ে মারাত্বক জখম করেন । পরে তাকে গুরুতর আহত অবস্থায় মমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকাল ৩টার দিকে ময়নার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ