সুনামগঞ্জ শহরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ফয়ছল আহমদ (১৮) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ফয়ছল শহরের উকিলপাড়া এলাকার রুকু মিয়ার ছেলে। এছাড়া মদ খাওয়ার অপরাধে নাহিদ ও মইনউদ্দিন নামে অপর দু’যুবককে যথাক্রমে ৫ দিন ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।
পুলিশ জানায়, গতকাল বিকালে সুনামগঞ্জ শহরের এক স্কুলছাত্রী স্কুল থেকে বাসায় যাওয়ার পথে উকিলপাড়া এলাকায় উত্যক্ত করে বখাটে ফয়ছল। রাতে মেয়ের বাবা সদর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে পুলিশ ফয়ছলকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি জানান, স্কুলছাত্রী উত্যক্ত করার অপরাধে একজনকে ছয় মাসের এবং মদ খাওয়ার অপরাধে আরও দু’জনকে ভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ