জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ সর্বক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সর্বক্ষেত্রেই ডিজিটালের ছোঁয়া। এ দেশ আর আগের মতন নেই। সর্বত্রই এখন ডিজিটালের বিপ্লব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণভাবে বদলে গেছে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ নগরীর জিমনেশিয়ামে দুই দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ইতিবাচক পরিবর্তনের এ সুফল জনগণ ভোগ করছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্নয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী এবং জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ