মেহেরপুরে এসসসি পরীক্ষায় ফেল করায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে দিপালী দাস (১৭) নামের এক ছাত্রী। দিপালী দাস মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের স্বজন দাসের মেয়ে। সে শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবছর এসএসসি গণিত বিষয়ের (রেফার্ড) পরীক্ষায় অংশ নিয়েছিল।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত বছর (২০১৫ সালে) পরীক্ষা দিয়ে সে গণিত বিষয়ে ফেল করেছিল। এবছর গণিত পরিক্ষায় আংশগ্রহণ করে পাশ করতে না পেরে অভিমানে সে তার বাবার বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট নেয়া হয়েছে। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন