এসএসসি পরীক্ষায় পাশ করার আনন্দে সানি তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল ভ্রমনে বের হয়েছিল। কিন্তু বিধি বাম। বাস চাপায় তিন বন্ধুই নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ইসলামপুরের মাস্টার বাড়ী নামক এলাকায়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শাহনেওয়াজ জানান, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নিউ সুগন্ধা কুয়াকাটার উদ্যেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কলাপাড়ার শেখ কামাল সেতুর দক্ষিণ পাশের ইসলামপুর মাস্টার বাড়ী সংলগ্ন সড়কে শাখা রাস্তা থেকে মহাসড়কে উঠে আসা মোটরসাইকেল চালক সানি নিয়ন্ত্রণ হারিয়ে অপর দুইজন আরোহীকে নিয়ে বাসের নীচে চাপা পড়ে। ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।
নিহতরা হলো কলাপাড়ার নীলগঞ্জ এলাকার রাজ্জাক খানের ছেলে সানি (১৬), একই এলাকার ফজলু হাওলাদারের ছেলে হুমায়ুন (২২) এবং আবুল মুন্সীর ছেলে শাকিল মুন্সি (১৮)। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে পুলিশ। বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। একই গ্রামের তিন জনের আকস্মিক মৃত্যুতে পুরো কলাপাড়া জুড়ে শোকের মাতম চলছে।
এদিকে, ভ্যান গাড়ির নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে ষষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি হাসান (১৪)। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতের বাড়ি আমতলীর টেপুরা গ্রামে। রাব্বি বোন জামাই রাকিবুল ইসলামের বাড়িতে বেড়াতে আসছিল। থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন