ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের শালেপুর (পূর্ব) গ্রাম পানিতে ভাসমান অবস্থায় শামীম মোল্যা (২৫) নামে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।
চরভদ্রাসন থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে।
শামীম মোল্যা একই গ্রামের হাফেজ মোল্যার ছেলে। সম্প্রতী ইউপি নির্বাচন পরবর্তি সহিংষতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে শামীমের পরিবার অভিযোগ করেছে।
জানাগেছে, শামীম বুধবার সকালে ছাগল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। বৃহস্পতিবার দুপুরে তার লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে চরভদ্রাসন থানা পুলিশ লাশটি উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠায়। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছে।
শামীমের পরিবারের অভিযোগ, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সে এক মেম্বার প্রার্থীর পক্ষে কাজ করায় অপর প্রার্থীদের সাথে মনোমালিন্য চলছিল। এরই জের হিসেবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন